এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাস রচিত কোকেন কাণ্ডে কিংস কাইট তিন গোয়েন্দা ও ভোরের পাখি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জীবননগর প্রেস ক্লাবে বই দুইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বই দুইটির লেখক ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাস।
জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকুনুজ্জামান, পৌরমেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার দাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল সিদ্দিকী বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সালাউদ্দীন কাজল, সাংবাদিক মু্ন্সী রায়হান, নুর আলম, চাষি রমজান, মনিরুল ইসলাম, মাজেদুর রহমান লিটন, মহিবুল ইসলাম মুকুল, রিপন হোসেন, মুতাসিন বিল্লাহ, এম.এ.আর.নয়ন, এম.এইচ.সম্রাট, আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর প্রেস ক্লাব এবং জীবননগর সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাই টিভির জীবননগর প্রতিনিধি মিথুন মাহমুদ।
Leave a Reply