চুয়াডাঙ্গার জীবননগরে কুমড়ার বড়ি দেওয়ার জন্য রাইস মিলে কলাইয়ের ডাল ভাঙাতে গিয়ে গায়ের চাদর বৈদ্যুতিক মোটরে জড়িয়ে গলায় ফাঁস লেগে আনুমানিক ৬০ বছর বয়সী এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৪শে জানুয়ারি ২০২৪ খ্রি.) সকালে উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের দোসীমানা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুখীরণ নেছা কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের উত্তরপাড়ার আব্দুল মজিদের স্ত্রী।
স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার সকালে কুমড়ার বড়ি দেওয়ার জন্য দেহাটি-আন্দুলবাড়ীয়া আমিনীয়া দারুল উলুম কওমি মাদ্রাসা সংলগ্ন ভাই ভাই রাইস মিলে কলাইয়ের ডাল ভাঙাতে যান সুখীরণ। তিনি ডাল ভাঙানোর কার্যক্রম স্বচক্ষে দেখতে গিয়ে অসাবধানতাবশত গায়ের চাদর রাইস মিলের বৈদ্যুতিক মোটরের ফিতায় জড়িয়ে যায়। এসময় গলায় ফাঁস লেগে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply