ছবি: সংগৃহীত
তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর প্রথমবার জাতিসংঘের ত্রাণ সহায়তা উত্তর-পশ্চিম সিরিয়ায় প্রবেশ করেছে। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারি) সাহায্য নিয়ে জাতিসংঘের ছয়টি ট্রাক সিরিয়ায় প্রবেশ করে, যা ভূমিকম্পের পর দেশটিতে প্রথম জাতিসংঘের সহায়তা। এরই মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির অধীন যাওয়া খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে আলেপ্পো ও জিন্দেরেসের ভূমিকম্প-ক্ষতিগ্রস্তদের মধ্যে।
গত সোমবারের (৬ই ফেব্রুয়ারি) ভূমিকম্পে তুরস্কের পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধবিধ্বস্ত সিরিয়াও। দেশটিতে ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ হাজার ৩৭৭ জন নিহত হয়েছেন। বোমাবর্ষণে বিধ্বস্ত দেশটি পড়েছে ভয়াবহ মানবিক সংকটে। চলছে উদ্ধারকাজ। তবে পর্যাপ্ত যন্ত্রপাতি এবং উদ্ধারকর্মীর অভাবে তা চলছে ধীরগতিতে।
খাদ্যসংকট দেখা দেয়ায় মানবেতর জীবনযাপন করছেন অনেকে। এ অবস্থায় বিশ্ব খাদ্য কর্মসূচির খাদ্য সহায়তা পৌঁছেছে সিরিয়ায়, যা ভূমিকম্পের পর দেশটিতে প্রথম জাতিসংঘের সহায়তা।
Leave a Reply