জয়পুরহাটে মাদক মামলায় বাবু নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
জয়পুরহাট প্রতিনিধি ।।বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত বাবু পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের আব্দুল গণির ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৯ এপ্রিল আসামী বাবু মাদক নিয়ে পাঁচবিবি থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে সদর বনখুর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় পাইপের মধ্যে রাখা ৩ লিটার ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সেদিনই সদর থানায় মামলা দায়ের করা হলে দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
Leave a Reply