পাবনায় ভাইয়ের বিরুদ্ধে জোর পূর্বক জমি দখলের অফিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ডাঃ রেহানা ইয়াসমিন৷
সংবাদ সম্মেলনে ডাঃ রেহানা ইয়াসমিন জানায়, আমরা যখন নাবালক ছিলাম, তখন আমাদের মাতা মৃত রুমেনা খাতুন জীবিত ছিলেন। পিতার মৃত্যুতে আমার বড় ভাই রতন মৃধা সংসার দেখাশোনা করতেন৷ এমতাবস্থায় আমার বড় ভাই রতন মৃধা আমাদের দেখভাল করার জন্য মায়ের কাছে থেকে পাওয়ার অফ এ্যাটোনি করে নেয়। তখন আমরা দুই বোন নাবালক ছিলাম।
এরপর আমার বড় ভাই রতন মৃধা আমাদের বিশ্বাস ভঙ্গ করে পাওয়ার অফ এ্যাটোনি বিক্রয় করার অধিকার গ্রহণ করে৷ পরবর্তীতে আমরা দুই ভাইবোন বিজ্ঞ আদালতের মাধ্যমে পাওয়ার অফ এ্যাটোনি বাতিল করি
ডাঃ রেহানা ইয়াসমিন পাবনা পৌরসভার ৩ নং ওয়ার্ডের দিলালপুর এলাকার মৃত ইয়াকুব আলী মৃধার মেয়ে।
Leave a Reply