চৌদ্দগ্রামে দোকানে ভিতরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ জগন্নাথ দীঘি ইউনিয়নের হাঠবাড়ি গ্রামে তুলাতুলি মুদির দোকানে ভিতরে ডেকে নিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১
দোকানে ভিতরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক।
কুমিল্লার চৌদ্দগ্রামে নয় বছর বয়সী এক শিশুকে দোকানের ভিতরে ধর্ষণ চেষ্টার অভিযোগে কবির হোসেন(৫০) নামে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কবির হোসেন উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের মৃত আলী আশরাফের পুত্র। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
স্থানীয় সূত্র ও থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে,কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের হাটবাড়ি পশ্চিমপাড়া তুলাতুলি, শিশুটি সোমবার বিকেলে কবির হোসেনের মুদি দোকানে চিপস্ আনতে যায়। এ সময় দোকানে অন্য কেউ না থাকায় সুযোগবুঝে কবির হোসেন শিশুটিকে পিছনের রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।স্থানীয় সূত্রে জানা যায় যে এর আগে ও প্রায় সময় মেয়েটি খরচ আনতে গেলে তাকে বিরক্ত করতো। কিছুক্ষণ পর কবির হোসেন শিশুটিকে কাউকে কিছু না বলার হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। রাতে শিশুটির পায়ুপথে ব্যথা করলে মাকে বিষয়টি জানায়। পরদিন মঙ্গলবার স্থানীয় ডাক্তারের মাধ্যমে শিশুটির চিকিৎসা করানো হয়।
পরে শিশুটির আত্মীয় স্বজনকে জানালে বৃহস্পতিবার বিকেলে কবির হোসেনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।এরপরও মুদি দোকানদার কবির হোসেন এর পরিবার ক্ষ্যান্ত হননি।
বিভিন্নভাবে মেয়েটির পরিবারকে মামলা রফাদফা করার জন্য চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।
Leave a Reply