নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনকে প্রকাশ্যে জুতাপেটা করেছে এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় চেয়ারম্যান থানায় সাধারণ ডায়েরি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তবে ওই নারীর দাবি, চেয়ারম্যানের কু-প্রস্তাব ও তার বিরুদ্ধে অশালীন কথাবার্তায় অতিষ্ট হয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন। আর প্রশাসন বলছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার (৬ মার্চ) দুপুরে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় রাণীনগর থেকে মোটরসাইকেলযোগে নিজ এলাকায় ফিরছিলেন চেয়ারম্যান। এ সময় করজগ্রাম বাজারে পৌঁছালে স্থানীয় একজন মোটরসাইকেল থামিয়ে ওয়ারিশান কাগজে স্বাক্ষর চান। পরে মোটরসাইকেল থেকে নেমে কাগজে স্বাক্ষর করার সময় পেছন থেকে ওই নারী জুতা দিয়ে মারপিট শুরু করেন। এরপর ওই নারী ঘটনাস্থল থেকে চলে যায়।
চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন বলেন, ওই নারী বাড়িতে একা থাকেন। এই সুযোগে ওই নারীর বাড়িতে একজন ব্যক্তি যাওয়া- আসা করে। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে আমাকে জানায়। আমি ওই নারী এবং ওই ব্যক্তিকে নিষেধ করার পর থেকে আমার বিরুদ্ধে নানান মিথ্যে ‘কুৎসা রটনা’ ছড়ায়। এক পর্যায়ে এরই জের ধরে ওই নারী রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটান। ঘটনাটির সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে। পরে এ ঘটনায় রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এবং সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রবাসীর স্ত্রী বলেন, দীর্ঘদিন আগে থেকে চেয়ারম্যান চাঁন নানাভাবে আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ ছাড়া বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অশালীন কথাবার্তা বলে আসছে। এতে আমার সমাজে টিকে থাকা বা বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। আমি তাকে নিষেধ করার পরেও সে শোনেন নি। বাধ্য হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু দিন আগে থানায় একটি লিখিত অভিযোগও করেছি। এরপরেও সে এমন অশালীন কথা বলা বন্ধ না করায় অতিষ্ট হয়ে তাকে জুতাপেটা করেছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মারপিট করার অভিযোগে ওই রাতেই চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে দেখা হচ্ছে।
ওই নারীর অভিযোগ প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে ওসি জানান, অভিযোগ পেয়েছি তবে সেটি চেয়ারম্যানের বিরুদ্ধে কু- প্রস্তাব বা অশালীন কথাবার্তার নয়। চেয়ারম্যান কিছু লোকজন নিয়ে গিয়ে ওই নারীর বাড়িতে জনগণ প্রবেশের নিষেধাজ্ঞা দিয়ে এসেছে এমন
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, মারপিটের ঘটনায় সোমবার (৬মার্চ) দুপুরে চেয়ারম্যান চাঁন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply