সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ চুয়াডাঙ্গা পরিবারের সার্বিক সহযোগিতায় বেগমপুর গ্রামের হাটপাড়ার প্রতিবন্ধী ব্যক্তি শফিকুল ইসলামের ‘চুয়াডাঙ্গা টি স্টল অ্যান্ড ফাস্টফুড’ নামক নতুন দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দোকানের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
এসময় তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমকে শুধুমাত্র সময় কাটানো বা বিনোদনের মাধ্যম হিসাবে ব্যবহার না করে ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়নে কাজ লাগাতে হবে। সমাজের উন্নয়নে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করতে পারলেই তথ্য ও প্রযুক্তি সফলতা পাবে। চুয়াডাঙ্গা পরিবার ফেসবুক গ্রুপ অনলাইনে চুয়াডাঙ্গা জেলার বাসিন্দাদের এক প্লাটফর্মে নিয়ে আসার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে। চুয়াডাঙ্গা কেন্দ্রীক সকল বিষয় সুন্দরভাবে তুলে ধরে চুয়াডাঙ্গা পরিবার। চুয়াডাঙ্গা জেলাকে বিশ্বময় উপস্থাপন করার পাশাপাশি জেলার আর্ত সামাজিক উন্নয়নে তাদের এগিয়ে আসার চেষ্টাকে সাধুবাদ জানাই।’ এছাড়া তিনি শফিকুল ইসলামের বসবাসের জন্য সরকারি ঘর করে দেওয়ারও আশ্বাস দেন।
চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা ও হিজলগাড়ী প্রেস ক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বেগমপু্র ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লাবলুর রহমান, সাংবাদিক সাইদুর রহমান, চুয়াডাঙ্গা পরিবার পরিচালনা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জনি, আশরাফুল ইসলাম, দেলোয়ার হোসেন, বেগমপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আলী কদর, ৮নং ওয়ার্ড সদস্য কায়েশ আলী প্রমুখ।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর গ্রামের হাটপাড়ার মোক্তার হোসেনের ছেলে প্রতিবন্ধী ব্যক্তি শফিকুল ইসলাম ৯টি চায়ের কাপ ও একটি কেটলি নিয়ে বেগমপুর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে সরকারি জায়গায় চায়ের দোকান চালিয়ে কোনোমতে জীবিকা নির্ভর করতেন। বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গা পরিবারে একটি ভিডিও প্রতিবেদন প্রচার হলে চুয়াডাঙ্গা পরিবারের কয়েকজন সদস্য ও শুভাকাঙ্ক্ষী শফিকুলের ব্যাবসা করার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। সেই অর্থ ও বেগমপুর ইউনিয়ন পরিষদের যৌথ আর্থিক সহযোগিতায় শফিকুল ইসলামের পুরাতন ও জরাজীর্ণ দোকানকে নতুন করে নির্মাণ এবং দোকান পরিচালনার জন্য বিভিন্ন মালামাল কিনে দেওয়া হয়। এছাড়া দোকান উদ্বোধন শেষে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন শফিকুল ইসলামের ব্যাবসা আরও প্রসারের জন্য তাঁর হাতে নগদ অর্থ তুলে দেন।
চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা সাংবাদিক আরিফ হাসান বলেন, ‘চুয়াডাঙ্গা পরিবারের সকল পরিচালকের আন্তরিকতা ও জেলাবাসীর ভালোবাসায় প্রতিষ্ঠার অল্প দিনেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ‘চুয়াডাঙ্গা পরিবার’ ফেসবুক গ্রুপ। প্রতিবন্ধী ব্যক্তি শফিকুলের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দ লাগছে। মুমূর্ষু রোগীকে বিনামূল্যে রক্ত দান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, খাদ্য সংকটে থাকা সদ্য ভূমিষ্ট শিশুর পরিবারকে খাবার প্রদান, সাধারণ মানুষের নানাধরনের ভোগান্তি লাঘব এবং চুয়াডাঙ্গার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে চুয়াডাঙ্গা পরিবার ফেসবুক পেজে ভিডিও প্রতিবেদন প্রচার করাসহ প্রতিনিয়ত নানাবিধ কাজ করে যাচ্ছে চুয়াডাঙ্গা পরিবার। আমি আশাবাদী আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় এভাবেই এগিয়ে যাবে চুয়াডাঙ্গা পরিবার।’
Leave a Reply