অগ্নিঝরা মার্চ মাসে প্রথম প্রতিরোধ যোদ্ধা বাঙালি পুলিশ সদস্যদের অবদানের স্মরণে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য, অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গের কল্যাণে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গায় বিনামূল্যে দেড় শতাধিক সদস্যদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উক্ত এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাসসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যবৃন্দ।
Leave a Reply