মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ২৬ দলের অংশগ্রহণে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (৭ই মার্চ ২০২৪) বিকাল ৫টার সময় পুলিশ লাইন্স ইনডোর গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কবীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরমেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মহসীন, জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক ইয়াসিন সোহাইল, ১৪ আনসার ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার মো. আশরাফুল ইসলাম, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান।
আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স এবং বিভিন্ন দপ্তর থেকে আগত খেলোয়াড়বৃন্দ। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আয়োজিত এ টুর্নামেন্ট আন্তঃসম্পর্কের উন্নয়ন ঘটিয়ে জনসেবার অধিকতর মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে অতিথিবৃন্ত দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply