এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে বিজিবির হাতে একটি পিকআপ ও ৩৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আল আমিন (২৮) নামের এক মাদককারবারি আটক হয়েছে। বৃহস্পতিবার (১৬ই ফেব্রুয়ারি) ভোরে উথলী বিওপির চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটককৃত আল আমিন কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন বাহেরপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত উথলী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করে উথলী বিওপির সামনে দিয়ে পিকআপযোগে মাদকদ্রব্য বহন করবে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উথলী বিওপির চেকপোস্টের সামনে পাকা রাম্তার উপরে একটি পিকআপে (ঢাকা মেট্রো-ন-১৯-৮৫৭০) তল্লাশি চালায়।
তল্লাশিকালে ওই পিকআপ থেকে ৩৩৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ২০টি প্লাস্টিকের ক্যারেট ও ২টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। এসময় বিজিবির হাতে আটক হয় আল আমিন নামের এক মাদককারবারি। এ ঘটনায় আটককৃত আল আমিনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপার্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply