মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় পদযাত্রায় অসুস্থ হয়ে উপজেলা বিএনপির সভাপতির মৃত্যু

চুয়াডাঙ্গায় পদযাত্রায় অসুস্থ হয়ে উপজেলা বিএনপির সভাপতির মৃত্যু

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গায় পদযাত্রায় অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু (৬৫)। তিনি আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের বিনেতপুর গ্রামের রইস উদ্দিনের ছেলে। শনিবার (২৫শে ফেব্রুয়ারি) বিকালে জেলা বিএনপির পদযাত্রা চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবিপাড়ায় পৌঁছালে তিনি অসুস্থ হয়ে পড়েন। দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে চুয়াডাঙ্গা পৌরশহরের ভেমুরুল্লা এলাকা থেকে পদযাত্রা শুরু করে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পদযাত্রাটি পুলিশ লাইন্স পার হয়ে সিঅ্যান্ডবিপাড়ায় পৌঁছালে বুকে ব্যথা অনুভব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও ডাউকি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু। সেখান থেকে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বার বাবলুকে মৃত ঘোষনা করেন।

ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। রবিবার আলমডাঙ্গা দারুসসালাম ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions