গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনকে বিদ্যমান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ- সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বল হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী ওয়াজিত উদ্দিনকে তাঁর অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ১০ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এ মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।
এ- সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়ছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফরকে তাঁর পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে চলতি বছরের ১ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
Leave a Reply