নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে ৯৬ কেজি গাঁজাসহ ফয়সাল মামুন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (১২ই ফেব্রুয়ারি) রাতে জেলা শিল্পকলা একাডেমির দক্ষিণ পাশে মহানন্দা ব্রিজের টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ফয়সাল মামুন নোয়াখালীর চন্দ্রপুর এলাকার সেলিম আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে কাভার্ডভ্যানে করে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ গাঁজা চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছে। পরে জেলা শিল্পকলা একাডেমির দক্ষিণ পাশে মহানন্দা ব্রিজের টোলপ্লাজার সামনে অভিযান চালানো হয়। এসময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ফয়সাল মামুনকে ৯৬ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
Leave a Reply