রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। দুই ছাত্রলীগ নেতা হলেন- বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজীব হোসেন রবিন ও মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই নেতার মধ্যে ইমন বাংলা বিভাগ এবং রবিন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র। ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি ইমনের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। সেই সঙ্গে দু’জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন। বৃহস্পতিবার বাদীসহ তাঁর বন্ধুরা সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে বইমেলায় ঘুরতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা যান সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দিরের গেটে। তখন আসামি রবিন ও ইমন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁদের তল্লাশি শুরু করেন। এ সময় তাঁরা তাঁদের মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগীরা চিৎকার করলে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থল থেকে ইমন ও রবিনকে আটক করে।
Leave a Reply