চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার উথলী-বেগমপুর সড়কে বাইসাইকেলে মোটরসাইকেলের ধাক্কায় সোহেল মোল্লা (৪৫) নামের একজন গুরুতর আহত হয়েছে। তিনি জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লাবাড়ি এলাকার রবিউল মোল্লার ছেলে।
বুধবার সন্ধ্যায় উথলী-বেগমপুর সড়কের ছোটপুল বাঁকের নিকট এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাইসাইকেলের আরোহী উথলী গ্রামের তেঁতুলতলা পাড়ার মৃত ঠাণ্ডু মল্লিকের ছেলে কাদের মল্লিক (৫৫) এবং মোটরসাইকেল চালক আন্দুলবাড়িয়া গ্রামের মিস্ত্রিপাড়ার শামসুলের ছেলে আহাদ (২২) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় মাঠের কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন সোহেল মোল্লা ও কাদের মল্লিক। এসময় বেগমপুর অভিমুখ থেকে ছেড়ে আসা উথলী অভিমুখী দ্রুতগতির একটি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল পিছন থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে দুই বাহনের তিনজনই আহত হন। তাদের মধ্যে সোহেল মোল্লা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তাঁর পা মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যেয়ে ভর্তি করে পরিবারের লোকজন।
Leave a Reply