চট্টগ্রাম মহানগরীর হালিশহর টোল রোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোজাহিদুল ইসলাম (৩২) নামে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে টোল রোড এলাকার ওয়াই জংশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সার্জেন্ট মোজাহিদুল ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন।
হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) হারুন রশিদ বলেন, দায়িত্বপালন শেষ করে রাত ১০টার দিকে টোল রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মুজাহিদ। এসময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোজাহিদুল ইসলামসহ দুইজন আহত হন। এসময় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকের কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক বলেন, রাত ১১টার দিকে গুরুতর আহত সার্জেন্ট মোজাহিদুলকে সার্জেন্ট নাজমুল হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে আসেন। এসময় আহত সার্জেন্ট মোজাহিদুলকে নিউরো সার্জারি ওয়ার্ডে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
Leave a Reply