চন্দনাইশে দুই যুগে যুগান্তর প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি ।।চট্টগ্রামের চন্দনাইশে দুই যুগে যুগান্তর প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বাষির্কী উদযাপিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, র্যালি ও আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশের যুগান্তর প্রতিনিধি আবিদুর রহমান বাবুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। প্রধান অতিথি বলেন- সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর। দীর্ঘ ২৩ বছর বাধা বিপত্তি পিছনে পেলে আপোষহীন পথ চলা যুগান্তর আগামী দিনে সত্য ও ন্যায় এবং নির্যাতিত মানুষের পাশে থাকবে। তিনি যুগান্তরের পথ চলার সফলতা কামনা করেন। চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলি জুনায়েদ আবছার, পল্লি উন্নয়ন অফিসার মীর ইমরান হোসেন, ৪ নং বরকল ইউনিয়নের চেয়ারম্যান আবদুল রহিম, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক বরুমতির প্রকাশক,এবং দৈনিক যায়যায়দিন চন্দনাইশ প্রতিনিধি মোহাম্মদ কমরুউদ্দিন, সিনিয়র সহসভাপতি ও দৈনিক বরুমির সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের সংবাদ চন্দনাইশ প্রতিনিধি মোহাম্মদ খালেদ রাইহান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময় চন্দনাইশ প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনফো বাংলা চন্দনাইশ প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলাম মোস্তফা,প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ চন্দনাইশ প্রতিনিধি মোহাম্মদ ওমরফারুক,
দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি এম.এ রাজ্জাক রাজ কাল বেলা, সম্পাদক নাছির উদ্দীন বাবলু আমাদের সময়, আবু তোরাব চৌধুরী ইত্তেফাক, মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজনেস বাংলাদেশ, নুরুল আলম মাস্টার আমাদের নতুন সময়, এম.এ হামিদ গ্লোবাল টিভি, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদিক কফিল, আমিন উল্লাহ টিপু (আজকের চট্টগ্রাম), মোক্তার আহমদ যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা আরফাত রহমান রাশেদ,মেম্বার মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ। পরে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
Leave a Reply