নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত এলাকায় ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে সালমান আদিব অর্ণব (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ই ফেব্রুয়ারি) বিকেল ৩টায় খিলক্ষেতের বোটঘাট নামাপাড়া চানাচুর গলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদিব কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার রুহুল আমিনের ছেলে। সে পরিবারের সঙ্গে খিলক্ষেতে এলাকায় থাকতো ও স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
বাবা রুহুল আমিন বলেন, বিকেলে বাসার সাততলার ছাদে ঘুড়ি ওড়ানোর সময় অসাবধানতাবশত আদিব নিচে পড়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply