মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
ডোমারে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান আলী আহসান জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ রাজশাহী রেঞ্জ নতুন ডিআইজি যোগদান শেখ হাসিনার ট্রেনে গুলি: কারামুক্ত হলেন ঈশ্বরদী বিএনপি’র নেতা-কর্মী বদলগাছীতে আউশ ধান কাটা শুরু- বাম্পার ফলনের সম্ভাবনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কমিটি গঠন রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার। টাংগাইলের মধুপুরে “শহীদি মার্চ পালন” মাউশি অধিদপ্তরে মেধাক্রম লঙ্ঘন করে পদোন্নতির উদ্যোগ বন্ধের জন্য শিক্ষা সচিবের কাছে আবেদন শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার
গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষিকা-নাইটগার্ড আটক

গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষিকা-নাইটগার্ড আটক

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটার স্থানীয় আনন্দ বাজার থেকে মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষিকা-নাইটগার্ড আটক করার ঘটনা ঘটেছে।

এ ঘটনাটি ধামাচাপা দিতে সম্পৃক্ত শিক্ষিকাকে বইগুলো বিদ্যালয়ে ফিরিয়ে নিতে নির্দেশ দিলেন গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও কর্তৃপক্ষের দায়সারা বক্তব্যে স্থানীয় জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর বালিকা দ্বি-মুখী বিদ্যালয়ের নৈশ প্রহরী উত্তম কুমার ও জুনিয়র শিক্ষিকা (প্রধান শিক্ষক দাবিদার) চামেলি বেগম ২০২২ শিক্ষাবর্ষের বস্তাভর্তি ৪২৭ পিস বই বিক্রির জন্য শাহজাহান শেখের ভাংরির দোকানে আনেন। বইগুলো ওজন করাকালে সাধারণ জনগণ টের পেলে ওই প্রহরী ও শিক্ষিকা সটকে পড়ে। পরে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ কবিরকে অবহিত করলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বইগুলো জব্দ করেন।

পরবর্তীতে চামেলি বেগমকে ডেকে এনে জানতে চাইলে তিনি বলেন- বিদ্যুৎ বিল ও সাউন্ড বক্স ভাল করার জন্য গুদাম পরিষ্কার করে উদ্বৃত্ত ২০২২ শিক্ষাবর্ষের বইগুলো বিক্রির জন্য পাঠিয়েছি। এসময় তিনি আরও জানান- মাধ্যমিক স্যার বইগুলো স্কুলে নিতে যেতে বলেছেন।

এ প্রসঙ্গে তার ফোনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ বলেন- বইগুলো বিদ্যালয়ে নিয়ে যাক; পরে ব্যবস্থা গ্রহণ করা হবে। তার এমন বক্তব্যে উপস্থিত জনতা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

উপস্থিত সাংবাদিকরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগমকে বিষয়টি অবগত করলে তিনি জানান, সুন্দরগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; গোবিন্দগঞ্জের ঘটনাতেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয়ের বৈধ প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, চামেলি বেগমের স্বামী অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বর্তমানে সভাপতি হওয়ার লক্ষ্যে আদালতের আশ্রয় নিয়েছেন। আমি সেই মামলাজনিত কারণে বর্তমানে ঢাকায় অবস্থান করছি। রাতে অফিস সহকারীর মারফত বিষয়টি নিশ্চিত হয়েছি। এটি কারোরই কাম্য নয়। আমি ফিরে এসে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সম্মতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

বিষয়টিতে ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ওই শিক্ষক এবং নৈশ প্রহরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions