মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে বিবাদমান জমিতে ধানের চারা রোপনে বাঁধা দিয়ে মারপিট, শ্লীলতাহানি ও গহনা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের দ্বিতীয় দিনে এ ঘটনাটি ঘটে।
এর আগে শুক্রবার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে গোলাঘর নির্মাণকালে দ্বন্দ্বের সূত্রপাত। দ্বিতীয় দিনের ঘটনায় মো. সুজা মণ্ডল বাদী হয়ে আজাদুল মণ্ডল, শুকরু, হাবিব, কাবিল, দুলা গংগদের ১০ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত এজাহার জমা দেয়। তিনি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান।
লিখিত এজাহার সূত্রে জানা যায়,গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামে দীর্ঘদিন থেকে ভাগী-
শরিকদের মধ্যে বসতবাড়ির যাতায়াতের রাস্তা ও ফসলি জমি নিয়ে দ্বন্দ্ব চলমান। সেই জেরে শুক্রবার অভিযুক্তরা সুজা মণ্ডলের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়।
রবিবার বার সকালে সুজা মণ্ডল নিজ জমিতে ইরি চারা রোপন করছিল। এসময় অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ওই জমিতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে সুজা মণ্ডল, স্ত্রী মুন্নী বেগম, ভাই সেলিম মণ্ডল, সুজন মণ্ডল, ভাবী আঞ্জুয়ারা, মা শেফালী বেগমদের মারপিট করে হাড়ভাঙ্গা ও ছেলা ফোলা আহত করে। এসময় মহিলাদের শ্লীলতাহানি সহ গলায় থাকা স্বর্ণের চেন মালা ছিনিয়ে নেয়।
আহতদের আত্ম-চিৎকারে সাক্ষী ও প্রতিবেশিরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জে পাঠায়। পরে অভিযুক্তরা বিবাদমান ২৩ শতক জমি নিজেদের দখলে নিয়ে তাতে গাছ-পালা লাগানো সহ আবারও মারপিট সহ খুন-জখমের হুমকি অব্যহত রেখেছে বলে জানান বাদী সুজা মণ্ডল।
লিখিত এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান,বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply