মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক যুবকের মৃত্যু ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার “সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য ইটালির তরিনো সিটিতে মাদারীপুর জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিতঃ শেখ হাসিনার সাথে কথোপকথন, যুবলীগ নেতা গ্রেফতার মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ মিছিলে ছাত্রদল কর্মী মতবিনিময়ে সাধারণ শিক্ষার্থী ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান
গোবিন্দগঞ্জে ভূমিহীনদের সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

গোবিন্দগঞ্জে ভূমিহীনদের সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন, হাজার হাজার গৃহহীন-ভূমিহীনদের মুজিববর্ষের সরকারী ঘর ও খাসজমি থেকে তাদের অধিকার কেড়ে নিয়ে ২০২২ সালের ২১ জুলাই এ উপজেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষনা করার প্রতিবাদে ভূমিহীন সমাবেশ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি।

আওয়ামী লীগ সরকারের ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশের ওয়ার্কার্স পাটির আয়োজনে আজ ৬ মার্চ (সোমবার) দুপুর ১২ টায় গোবিন্দগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এম এ মতিন মোল্লার সভাপতিত্বে গৃহহীন-ভূমিহীনদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক পলিটব্যুরো সদস্য আনিছুর রহমান মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রখ্যাত কৃষক নেতা আমিনুল ইসলাম গোলাপ।

গাইবান্ধা জেলা যুবমৈত্রীর সভাপতি আশরাফুল ইসলামের সঞ্চালনায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি প্রর্ণব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, উপজেলা ওয়ার্কার্স পাটি সাধারণ সম্পাদক (ভাঃ) লূৎফর রহমান, প্রখ্যাত কৃষক নেতা জহুরুল ইসলাম, আবুল কাসেম, যুবনেতা মুকুল মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের ১৪ দলীয় জোটের প্রধান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ৪ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক শেখ মুজিবের শততম জন্মবার্ষিকীকে দেশের খেটে খাওয়া অবহেলিত সমাজের গৃহহীন-ভূমিহীনদের মাঝে তার সৃতি ধরে রাখতে সরকারী ঘর ও খাসজমি দেওয়া চলমান রেখেছেন। তারি ধারাবাহিকতায় এ উপজেলায় ৩ দফায় ৮৫০ জন ভূমিহীনদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় উপজেলা প্রশাসন খাসজমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেছেন। কিন্তু উপজেলা প্রশাসন হাজার হাজার গৃহহীন-ভূমিহীন মানুষের অধিকার কেড়ে নিয়ে ২০২২ সালের ২১ জুলাই এ উপজেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষনা করেন। উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্তের তথ্য সঠিক নয়। বক্তারা আরো বলেন, এ ঘোষনা অবিলম্বে প্রত্যাহার করে ২০১৮ সালে ওয়ার্কার্স পাটি গৃহহীন-ভূমিহীনদের জন্য খাসজমি ও ঘর চেয়ে ২৭ হাজার আবেদন জমা দিয়েছিলো তৎকালিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে। সেই তালিকা মোতাবেক ভূমিদূস্যদের হাত থেকে সরকারি খাস জমি উদ্ধার করে মুজিববর্ষের ঘর ও জমি গৃহহীন-ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত করে দিতে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানিয়েছেন।

উক্ত সমাবেশ শেষে গৃহহীন-ভূমিহীন মানুষদের একটি বিশাল বিক্ষোভ মিছিল সহ উপজেলা প্রশাসন চত্বরে যেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের অধিকার আদায়ের একটি স্বারকলিপি পৌঁছে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের নিকট জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions