মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভাধীন দক্ষিন বাসস্ট্যান্ডের বিথী দধি ভান্ডারের কারখানায় শ্রী সুখদেব সরকার (৩২) নামের এক শ্রমিক ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৪ ফেব্রুয়ারি (শনিবার) রাত পৌনে ৪ টার দিকে।
নিহত শ্রমিক সুখদেব বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের দূর্লভপুর গ্রামের বীরেন চন্দ্র সরকারের ছেলে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা মর্গে প্রেরন করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য ওই কারখানার ২ জন শ্রমিককে আটক করা হয়েছে।প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে এবং মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply