সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
রেলপথ উন্নয়নে মহাপরিকল্পনা, ঢেলে সাজানোর চেষ্টায়- নব নিযুক্ত রেলপথ সচিব লালপুরে পৃথক দূর্ঘটনায় শিশুসহ ২জনের মৃত্যু অস্তিত্ব নেই খালের! ১৬’শ বিঘা জমির ফসল হুমকির মুখে লালপুরে অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাই, পাগলপ্রায় চালক লালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক নি*হ*ত ঈশ্বরদীতে ২২ বছরের জমি সংক্রান্ত মামলায় রায় নৌবাহিনীর কমান্ডরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। ছাত্রজনতার অভ্যূত্থানের নতুন বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক –হাবিবুর রহমান হাবিব সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. মিজানুর রহমান ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জে চোরাই মসলাসহ আটক ১

গোবিন্দগঞ্জে চোরাই মসলাসহ আটক ১

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মাগুরা কেশবপুরের পুলিশের অভিযানে চোরাইকৃত ১১ লক্ষ টাকার মসলার মধ্যে আনুমানিক প্রায় ৩ লক্ষ টাকার মসলা উদ্ধারসহ লিমন ওরফে রিমন (১৭) নামের এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত লিমন ওরফে রিমনের (১৭)নামের কিশোরটি সে গোবিন্দগঞ্জ পৌরসভার মাগুড়া কেশবপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৩ মার্চ) সকালে গ্রেফতারকৃত লিমন ওরফে রিমন (১৭) নামের কিশোরের দেওয়া তথ্যমতে গোবিন্দগঞ্জ পৌরসভার মাগুড়া কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত মসলাগুলো উদ্ধার করে পুলিশ।

এসময় চুরির ঘটনায় সম্পৃক্ত আসামী মকবুল ও রওনক পলাতক থাকায় তাদেরকে আটক করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, বুধবার (১ মার্চ) রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার গোলাপবাগ হাটের মসলা ব্যবসায়ী সেলিম সরকারের গোডাউন থেকে প্রায় ১১ লাখ টাকার মসলা চুরি হয়।

বৃহস্পতিবার সকালে গোডাউনের তালা ভাঙ্গা ও টিনের ঝাঁপ খোলা দেখতে পেয়ে মসলা চুরির বিষয়টি নিশ্চিত হন।

পরে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও এবিষয়ে সন্দেহভাজন কিশোর লিমন ওরফে রিমনকে আটক করে। জিজ্ঞাসাবাদে ঘটনা স্বীকার ও সম্পৃক্তদের নাম প্রকাশ করলে পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের নেতৃত্বে এসআই সবুর ও এ এসআই আসাদুল, মোমিনুল ও মাসুদ রানা গোবিন্দগঞ্জ পৌরসভার মাগুরা কেশবপুর গ্রামের মকবুল হোসেন নামের এক ব্যক্তির বাড়ি থেকে চোরাইকৃত মসলা গুলো উদ্ধার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানায় শুক্রবার পেনেল কোর্ট ৪৬১/৩৮০ ধারায় মামলা নং০৭ রেকর্ড করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, অভিযোগ পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে তদন্ত ও একজনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যে আসামি মকবুলের বাড়ি থেকে চুরি যাওয়া মালামালের প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১ বস্তা জিরা, ৭ বস্তা কালো এলাচ, ৬ কার্টুন দারুচিনি, ৩ কার্টুন কিচমিচ, ৫ কার্টুন সাদা এলাচ, ১ কার্টুন করে লবঙ্গ ও জয়ত্রী উদ্ধার করে। পলাতক আসামী মকবুল ও রওনককে গ্রেফতারের চেষ্টা চলমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions