গোবিন্দগঞ্জে কুলি শ্রমিক ইউনিয়নের শোকর্যালী -আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়নের গত ০৮ মাসে ০৮ জন মৃত্যবরণ করায় সংগঠনের আয়োজনে শোকর্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারী) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়নের সাবেক সহ- সাধারণ সম্পাদক ছাইদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ ভুট্টা সহ সংগঠনের ০৮জন নেতাকর্মী ০৮মাসে মৃত্যুবরণ করায় গোবিন্দগঞ্জ উপজেলা হাট বাজার কুলি শ্রমিক ইউনিয়ন অফিসে দোয়ার অনুষ্ঠান ও শোক মিছিল পৌরবন্দর প্রদক্ষিণ করে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা হাট- কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশের
কমিউনিস্ট পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি জননেতা দেলোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার মহন্ত, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী,কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক সানু শেখসহ আরো অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।
উক্ত আলোচনা সভার শেষে সংগঠনের সার্বিক উন্নতি কামনা করে তবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply