মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাট হোসিয়ারী মার্কেটের একটি মুদি দোকানে ভয়াবহ আগুনে একটি মুদি দোকান আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তিন ভাই নামের ওই ব্যবসা প্রতিষ্ঠানের কমপক্ষে ৬ লক্ষাধিক টাকার মালামাল ও দোকানে থাকা নগদ ১লক্ষ টাকা পুড়ে গেছে।
প্রতিষ্ঠানটির মালিক মোস্তফা কামাল জানান, বুধবার (১৫ ফেব্রুয়ারী) ভোর রাত সারে চারটার দিকে মার্কেট মালিকের মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পাই দোকানের মধ্যে আগুন জ্বলছে। আমার মুদি দোকান ও হোসিয়ারী গার্মেন্টস সোয়েটার ও মাফলার পাইকারি ব্যবসা করি।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে আমার দুই ছেলে দোকান বন্ধ করে চলে যায়। প্রতিদিন যাওয়ার আগে ফ্রিজসহ সকল সুইচ বন্ধ করে রেখে যায়। আমি বাড়ি থেকে এসে দেখি দোকানের সম মালামাল পুরে শেষ। কিন্তু আগুন নেভানোর আগেই দোকানের মধ্যে থাকা ফ্রিজ,কফি মেশিন সব ধরনের মালামাল ও নগত এক লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ মোস্তফা কামাল কান্না জড়িত কণ্ঠে জানান, আমি শেষ। আমার আর পুঁজি বলতে আর কিছুই রইল না। এই দোকানের কামাই রোজগার দিয়েই সংসার ও সন্তানের লেখাপাড়ার খরচ চালাতাম। এখন কি হবে আল্লাহ ভাল জানে।
তিনি আরও বলেন, তিন দিন আগেই শীতের পোষাক বিক্রির ৭০ হাজার টাকা ও এনজিওর মাসিক কিস্তি ৩০ হাজার টাকা, ক্যাশ বাক্সে রাখি। সেই টাকাও পুরে ছাই, আমি দুইটা এনজিও থেকে টাকা নিয়ে ব্যবসা করছি নিমিষেই আমার সব শেষ হয়ে গেল। এ দোকানের উপার্জনে আমাদের পরিবার চলতো। আগুনে পুরে সব শেষ হয়ে গেলো। যদি সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাই। তাহলেই আবার নতুন করে দোকান শুরু করবো।
Leave a Reply