গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিক্তা খাতুনের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এক বছর আগে বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করেন। স্বামীসহ রিক্তা নবীনবাগ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি) বিকালে জেলা শহরের নবীনবাগ এলাকার একটি ভাড়া বাসার রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার এসআই রাসেল আহমেদ জানান, একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও একই জেলার মহেশপুর উপজেলার ঘোষপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. রাসেল (২৬) ওই ছাত্রীকে গত বছরের ২৩ ফেব্রুয়ারি বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করেন। এরপর দুইজনে গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার বিকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রাসেলকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply