শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বৈঠক মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ার সবুজ গুমের ঘটনায় ৯ বছর পর মামলা। ডোমারে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান আলী আহসান জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ রাজশাহী রেঞ্জ নতুন ডিআইজি যোগদান শেখ হাসিনার ট্রেনে গুলি: কারামুক্ত হলেন ঈশ্বরদী বিএনপি’র নেতা-কর্মী বদলগাছীতে আউশ ধান কাটা শুরু- বাম্পার ফলনের সম্ভাবনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কমিটি গঠন
গৃহশিক্ষকের পায়ের হাঁড় ভেঙে দিল প্রাইভেট শিক্ষার্থীর অভিভাবকরা

গৃহশিক্ষকের পায়ের হাঁড় ভেঙে দিল প্রাইভেট শিক্ষার্থীর অভিভাবকরা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবকদের বিরুদ্ধে হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে গৃহ শিক্ষককে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে জখম ও পায়ের হাড় ভেঙে দেওয়ার অভিযোগে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞতনামা ৫/৬জনের বিরুদ্ধে মামলা করেছে আহত গৃহ শিক্ষকের পিতা নজরুল ইসলাম। মামলায়, প্রাইভেট পড়ানোর বকেয়া পাওনা টাকা চাওয়ায় গৃহ শিক্ষককে পিটিয়ে পায়ের হাঁড় ভেঙে দেওয়াসহ আহত করার অভিযোগ করা হয়েছে।

এ মামলায় বৃহস্পতিবার(০২-০৩-২০২৩) ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো- উপজেলার আলাইপুর বাসাবাড়ি গ্রামের মৃত ইয়ানছ আলীর ছেলে ইমরান আলী(৫০),বাবুল (৪৫), সাবুল (৪০) ও মৃত খলিল উদ্দীনের ছেলে আমরুল ইসলাম(৬৫)। মামলায় অন্য আসামিরা হলো- একই গ্রামের কাইয়ুমের ছেলে মো: হাফিজুল (৩৯), আমরুলের ছেলে মো: মিলন (২৮) ও মো: মিজানুর (মিজান) (৩২), ইমরানের ছেলে মা: সাঈদ (২০), বাবুলের ছেলে, মো. সজীব (২০) টুটুলের ছেলে মোঃ হাবীব (২৪)।

জানা যায়, একই উপজেলার আলাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম রাজশাহী ‘ল’ কলেজে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালানোসহ পিতাকে আর্থিক সহায়তা করে। সেই মতে উপজেলার আলাইপুর বাসাবাড়ি বড়পুকুর পশ্চিমপারে মাচার উপরে তিনজন ছাত্রী(১) পিয়া খাতুন( পিতা-শাকিল মোল্লা (২) লিজা খাতুন (পিতা ইমরান) (৩) তিশা খাতুন (পিতা- সাবুল ইসলাম)-কে গত ৪ বৎসর থেকে পাইভেট পড়াই। এর মধ্যে লিজা খাতুন ও তিশা খাতুনের ৪ মাসের বেতন বকেয়া পড়ে থাকে।

গত ফেব্রুয়ারি মঙ্গলবার (১৪-২-২৩ ইং) সকাল বেলায় পাইভেট পড়াতে গিয়ে লিজা খাতুন ও তিশা খাতুনকে রকেয়া টাকা দিতে বলে এবং না দিলে পড়তে আসতে নিষেধ করে। ওই দিন পড়ানোর সময় লিজা খাতুন এর বইয়ের ভিতর একটি প্রেমপত্র দেখতে পান গৃহশিক্ষক। তখন তিনি লিজা খাতুনকে এত কম বয়সে এগুলো ভালো নয় বলে জানাই এবং ওই দিন প্রাইভট পড়ানো শেষ করে বাড়িতে চলে আসে। পরদিন বুধবার ( ১৫-২-২৩ ইং) সকাল আনমানিক সোয়া ৭টায় সেখানে প্রাইভেট পড়াতে গেলে বেআইনি জনতা লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি নিয়ে অতর্কিত আক্রমন করে। মামলার আসামী ইমরান আলীর হুকুমে অন্যান্য আসামীরা- তাদের হাতে থাকা হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতারি মারতে শুরু করে। হত্যার উদেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে সাবুল। গৃহশিক্ষক প্রতিহত করলে ডান হাতের কনুই থেতলানো জখম হয়। লোহার হাতুড়ি দিয়ে ডান পায়ের হাঁটুর নিচে আঘাত করে হাফিজুল। এতে পায়ের হাড় ভেঙ্গে যায়। মিলনের হাতে থাকা বাঁশের লাঠির আঘাতে মাথায় ফোলা জখম প্রাপ্ত করে। বাবুলের (বাবলু) হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে ডান পায়ে ফোলা জখম করে। তাদের আঘাতে মাটিতে গড়ে গেলে অন্যান্য আসামীরা লাঠি দিয়ে এলেপাতাড়ি মারতে থাকে।

প্রাইভেট পড়ুয়া ছাত্রী পিয়া খাতুন এর মাধমে সংবাদ পেয়ে গৃহ শিক্ষকের পিতা ঘটনাস্থলে গিয়ে তার ছেলেকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে হাসপাতালে নিয়ে আসতে চাইলে বিবাদীরা গৃহ শিক্ষকের পিতাকে কিল ঘুষি মারে এবং বিভিন্ন ভয়-ভীতি দেখায়। পরবর্তীতে ছেলেকে বাঁচানোর জন্য এলাকার মৃত নাসির মডলের জাহাঙ্গীর, শাকিল মোল্লা স্ত্রী মোসা: সাহারা বেগম, আজাহার মাহাজনের চেলে জালাল কোম্পানি, সিরাজুলের ছেলে মো: সোহাগ এর কথামতে সাদা কাগজে স্বাক্ষর দিয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসা নিয়ে গত বৃহসপতিবার( ২ মার্চ) ছাড়পত্র নিয়ে বাড়িতে যায়। আতœগোপনে থাকায় প্রতিপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মামলার তদন্তকারি অফিসার এসআই প্রজ্ঞাময় মন্ডল জানান,ঘটনার সত্যতা পেয়ে মামলা রজু করে আসামী গ্রেপ্তার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions