রাজধানীর গুলশানে আগুন লাগা বহুতল ভবনটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে আগুনের বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ফায়ার সার্ভিস।
অপরদিকে, আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ৩জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রাখা হয়েছে। তাদের মধ্যে শামা রহমান নামের একজন নারী আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন। তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হবে বলে জানায় চিকিৎসক। অপর দুইজন ঝুঁকিমুক্ত আছেন বলেও জানায় চিকিৎসক।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের বাকি তলাগুলো ঝুকিমুক্ত কিনা তা নিশ্চিতে কাজ চলছে। এ মুহূর্তে ভবনে কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না। ভবনের অন্যান্য বাসিন্দারা স্বজনদের বাসায় অবস্থান করছে। এদিকে, তদন্ত কমিটি সোমবার সকাল ১০ টার মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply