গাজীপুরে জাল দলিলের মামলায় ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা ও তার দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৯ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪-এর বিচারক মো. নিয়াজ মাখদুম এ আদেশ দেন।
আটককৃতরা হলেন, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাগবাড়ি এলাকার লাবিব উদ্দিন সরকারের ছেলে আবিদ হাসান সরকার লিমন ও মো. সায়মন সরকার এবং তাদের চাচাতো ভাই একই এলাকার মো. হাজি রহমান সরকারের ছেলে মো. নবু সরকার ওরফে উজ্জ্বল সরকার।
এদের মধ্যে সায়মন সরকার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
Leave a Reply