রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

গাজীপুরে ঘরে লুটপাটে বাধা দেওয়ায় কলেজছাত্রকে হত্যা

গাজীপুরে ঘরে লুটপাটে বাধা দেওয়ায় কলেজছাত্রকে হত্যা

গাজীপুরে ঘরে লুটপাটে বাধা দেওয়ায় কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তারা ঘরে থেকে নগদ ৩০ হাজার টাকা ও পাঁচ ভরি সোনা লুটে নেয়। তবে এটি ডাকাতি নাকি শত্রুতার জেরে হয়েছে সেটি এখনও নিশ্চিত নয় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন এবং প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছেন।

রবিবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টায় গাজীপুর মহানগর সদর থানাধীন দক্ষিণ সালনা (উত্তর মোল্লাপাড়া) এলাকায় মৃত এ কে এম জালাল চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম মাহিউস চৌধুরী (১৮)। তিনি গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির (এইচএসসি) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

তার মা মেহজাবিন বলেন, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে অন্ধকার ঘরে তারা কাপড় দিয়ে আমার চোখমুখ বেঁধে ফেলে। তাদের মধ্যে থেকে একজন কোনও কথা বললে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। কাপড় দিয়ে চোখমুখ বেঁধে ফেলায় এবং মেরে ফেলার ভয় দেখানোয় আমি কথা বলিনি। পরে তারা পাশে ছেলের ঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় বাধা দিলে আমার কলেজ পড়ুয়া ছেলেকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও সোনা লুটে নেয়। তবে তারা কতজন এসেছিল কাপড় দিয়ে চোখমুখ বেঁধে ফেলায় বুঝতে পারিনি। বাড়িতে আমি আর ছেলেই থাকতাম।

তিনি বলেন, আমার ছেলে মোবইলে গেমস খেলতো। প্রায় তিন মাস আগে স্থানীয় (এলাকার) সমবয়সীদের সঙ্গে তার একটু বিরোধ হয়। ওই বিরোধ স্থানীয়ভাবে মীমাংসাও হয়ে গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, একাধিক বিষয় সামনে নিয়ে পুলিশ ঘটনা তদন্ত করছে। এ ঘটনায় কয়েকটি বিষয়ে ধারণা নিয়ে পুলিশ কাজ করছে। মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), সিআইডি ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন এবং প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছেন। তবে এটি ডাকাতি না সম্পত্তির লোভে শত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড তদন্ত না করে নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions