ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ গাজার একটি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণের দাবি করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এর কয়েক ঘণ্টা আগে গাজা থেকে ইসরাইলে অন্তত ৮টি রকেট নিক্ষেপ করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বুধবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি অভিযানে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হওয়ার উত্তেজনা বিরাজ করছে।
এর মধ্যেই ইসরাইল অভিমুখে গাজা থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়। এর জবাবে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবরে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা থেকে রকেট ছোড়ার ঘটনায় জনগণকে সতর্ক করতে ইসরাইলে এয়ার সাইরেন বাজানো হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, ফিলিস্তিনের গাজা থেকে অন্তত ৬টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ৫টি রকেট জব্দ করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। আরেকটি রকেট খালি জায়গায় পতিত হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষতির খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে ফিলিস্তিনের কোনো গ্রুপ এখনো রকেট ছোড়ার দায় স্বীকার করেনি।
এর আগে বুধবার দখলদার বাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে কথিত সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। তাদের তালিকাভুক্ত দুই ফিলিস্তিনিকে ধরার নামে বাড়ি ঘিরে ফেলা হয়। বন্ধ করে দেওয়া হয় শহরের সব প্রবেশ পথ।
সিএনএন ও আলজাজিরা জানিয়েছে, অভিযানের সময় ইসরাইলি সেনাদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরাইলি বাহিনীর ছোড়া টিয়ারশেলের আঘাতে আহত ২৫০ জনকে সংস্থাটির পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে আবারও বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলে ক্ষমতায় বসেছে অতি ডানপন্থি সরকার। তখন থেকেই ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন আগের তুলনায় বেড়ে গেছে। এর ফলে শুধু দুই মাসেই ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
Leave a Reply