সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক যুবকের মৃত্যু ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার “সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য ইটালির তরিনো সিটিতে মাদারীপুর জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিতঃ শেখ হাসিনার সাথে কথোপকথন, যুবলীগ নেতা গ্রেফতার মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ মিছিলে ছাত্রদল কর্মী মতবিনিময়ে সাধারণ শিক্ষার্থী ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান
গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। আর সেই মুকুলে ছেয়ে আছে গাছের ডালপালা। বাতাসে মিশে আসে মুকুলের ম ম ঘ্রাণ। যে ঘ্রাণ মনকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা জানাচ্ছে আমের মুকুল।
আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন ঈশ্বরদী উপজেলার  ছোট বড় বাগান মালিকরা।
মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলোতে। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলের ম ম গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে সফলতার স্বপ্ন। দেশি আমের পাশাপাশি আম্রুপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি জাতের আম অন্যতম। ইতোমধ্যে এসব গাছে মুকুল আসা শুরু হয়েছে। 
এছাড়া উপজেলার  বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, আম গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ।  তবে  উপজেলার গ্রামাঞ্চলগুলো ঘুরে দেখা যায়, বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলের ম ম গন্ধ ছাড়িয়ে পড়েছে চারদিকে।
যেদিকে চোখ যায় গাছে গাছে এখন শুধু দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে নুয়ে পড়ার উপক্রম প্রতিটি গাছ। মৌমাছিরাও আসতে শুরু করেছে মধু আহরণে। শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে আসছে বাংলার বুক মাতাল করতে ঋতুরাজ বসন্ত। 
 শোভা ছড়াচ্ছে নিজস্ব মহিমায়। মুকুলে মুকুলে ভরে গেছে বাগানগুলো প্রায় ৭০ শতাংশ গাছেই এসেছে মুকুল। বাগান মালিক, কৃষি কর্মকর্তা ও আম চাষিরা আশা করছেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় আমের বাম্পার ফলন হবে।
ইতোমধ্যেই আমের মুকুলে বাতাসে ম ম গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছে চারিদিক। বর্তমানে আম চাষি ও বাগান মালিক, ছোট বড় ব্যক্তি উদ্যোগের লাগানো গাছ পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন। অবশ্য গাছে মুকুল আশার আগে থেকেই গাছের পরিচর্চা করে আসছেন তারা। যাতে করে গাছে মুকুল বা গুটি বাঁধার সময় কোনো সমস্যার সৃষ্টি না হয়। 
ঈশ্বরদী উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র থেকে জানা যায় এ বছর ঈশ্বরদীতে প্রায় ঈশ্বরদীতে ১৭০ হেক্টর জমিতে আম বাগান আছে । এ ছাড়া কি কৃষকদের বিভিন্ন রকম পরামর্শ সহ আমের মুকুলের পরিচর্যায়  ছত্রাকনাশক ও  বালাইনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মিতা রানী সরকার বলেন, আমাদের ঈশ্বরদীতে আমের চাষ কম । এবার আগাম মুকুল ফুটেছে। আবহাওয়া ভালো থাকলে মুকুলগুলো নষ্ট হবার সম্ভাবনা নেই। ভাইরাস থেকে বাঁচতে ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে ব্যবহার করার পরামর্শ দেয়া হচ্ছে । বর্তমানে মুকুলের অবস্থা ভালো আছে, আবহাওয়া অনুকুলে থাকলে ভালো ফলন পাওয়া যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions