গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ট্রলি চালকের।
নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় সাহানা ফিলিং স্টেশনের সামনে দ্রুতগামী ড্রাম ট্রাকের ধাক্কায় শাকিল মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাকিল পেশায় ট্রলি চালক ছিলেন। তার বাড়ি সাদুল্লাপুর উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী গ্রামে। তিনি ওই গ্রামের জলিল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের শাহানা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাদুল্লাপুর থেকে কাঠবোঝাই একটি ট্রলি গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে শাহানা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে দ্রুতগতিতে আসা একটি ড্রাম ট্রাক ট্রলিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন চালক শাকিল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্তানকে হারিয়ে শোকে কাতর হয়ে গেছে শাকিলের বাবা মা।শাকিলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না স্বজনরা ও এলাকাবাসী।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর চালক ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।
শাকিলের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply