গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগান সামনে রেখে
গাইবান্ধা প্রতিনিধি।। পল্লী বিদ্যুৎ সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট জেলা পল্লী বিদ্যুৎ সমিতির মিলনায়তনে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সম্মাননা প্রদান, র্যাফেল
ড্র।
উক্ত অনুষ্ঠানে গাইবান্ধা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস।
এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির
সহ-সভাপতি মো. মাহফুজার রহমান, সচিব মো. মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ মোছা. শাহনাজ বেগম।
উক্ত অনুষ্ঠানে গাইবান্ধা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্বাচিত পরিচালক মো. মিজানুর রহমান মামুন, পরিচালক মাকরুমা খাতুন, রেহেনা পারভীন, গাইবান্ধা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এরিয়া পরিচালক মো. আনিস্জ্জুামান, মো. শাহজাহান আলী, মাবুবার রহমান, মো. আব্দুস সবুর আকন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।
অনুষ্ঠানের শেষে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে যেসব গ্রাহকরা প্রতিমাসের বিল প্রতিমাসে পরিশোধ কর। তাদেরকে নিয়ে একটি র্যাফেল ড্র’র মাধ্যমে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply