গাইবান্ধা জেলা প্রতিনিধি: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাছিজার রহমান ওরফে খোকা রাজাকারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাছিজার রহমান গাইবান্ধা সদর উপজেলার মৃত মো. আব্দুল জব্বার মন্ডলের ছেলে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম।
তিনি জানান, যুদ্ধাপরাধী মো. জাছিজার রহমান ওরফে খোকাসহ রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। এছাড়াও তিনি আলবদর এবং পিস কমিটিরও সক্রিয় সদস্য ছিলেন। তিনি ও অন্যান্য রাজাকার সদস্যরা একাত্তরের ১৮ অক্টোবর গাইবান্ধার সদর এলাকার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামসহ মোট আটটি গ্রামের ১৪ জন নিরীহ মানুষকে হত্যা করে এবং মুক্তিযোদ্ধা ওমর ফারুক, ইসলাম উদ্দিন ও নবীর হোসেনসহ ৭ জন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে হত্যা করে। তারা মোট ২১ জনকে হত্যা, শতাধিক বাড়ি-ঘর লুটপাটের পর অগ্নিসংযোগ এবং কয়েকটি গ্রামের সাধারণ মানুষের ওপর নৃশংসভাবে হামলা চালায়।
শিহাব করিম আরও জানান, তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছেন। অন্য সদস্যরা গাইবান্ধা সদরে হত্যা-গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, বাড়িঘরে হামলা, লুটপাট-অগ্নি সংযোগ, ভয়ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের লোকদের ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করাসহ বিভিন্ন মানবতাবিরোধী কাজ করেন।
২০০৯ সালে জাছিজার রহমান ওরফে খোকা ও তার বাবাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হলে ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। ট্রাইব্যুনাল ২০১৯ সালের ১৫ অক্টোবর জাছিজার রহমান ওরফে খোকাকে মৃত্যুদণ্ড দেন। তিনি জামিনে বের হওয়ার পর থেকে পলাতক ছিলেন।
Leave a Reply