গাইবান্ধায় ৫০ বোতল মদসহ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কন্ঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর ঘুন্টির দোকান থেকে ৫০ বোতল মদসহ আব্দুর রাজ্জাক বাবু (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশের একটি অভিযানিক টিম।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতের দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের ঘুন্টির দোকান থেকে ৫০বোতল মদ জব্দসহ আব্দুর রাজ্জাক বাবু (২৪)নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন, গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।
আটককৃত আব্দুর রাজ্জাক বাবু (২৪) নামের যুবক সে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কন্ঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের মুজিবর রহমানের পুত্র ।
এবিষয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কন্ঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের ঘুন্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় আব্দুর রাজ্জাক বাবু(২৪)নামের ঘুন্টির দোকান তল্লাশি করে ২৫ বোতল অফিসার চয়েস ও ২৫ বোতল ম্যাজিক মোমেন্ট নামের মদ জব্দসহ তাকে আটক করা হয়।
Leave a Reply