মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা জেলা যুবলীগের একটি বিক্ষোভ মিছিল জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব, সদর উপজেলা শাখার আহবায়ক আবু বকর কাজল, যুগ্ম আহবায়ক হারুন আর রশিদসহ জেলা-উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপি পদযাত্রার নামে সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করছে। সহিংস রাজনীতির বিষয়ে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহবান জানান বক্তারা।
Leave a Reply