গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত বিরোধের মারপিটে আহত ৫
মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের পূর্ব কাতলামারী গ্রামের (মাঝিপাড়ায়) বাড়ির সিমানা নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের মারপিটে ৫ জন আহত।বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের পূর্ব কাতলামারী গ্রামের (মাঝিপাড়ায়) শ্রী যোগেশ চন্দ্র দাসের সাথে প্রতিবেশী নারু চন্দ্র ও শুটকু চন্দ্রের বাড়ির সিমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চল আসছিল।
গত মঙ্গলবার শ্রী যোগেশ চন্দ্র দাসের পুত্র শ্রী পরেশ চন্দ্র দাস উক্ত বাড়ির সীমানায় বেড়া দেয়।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) সকালের দিকে উক্ত বেড়া দেওয়াকে কেন্দ্র করে
প্রতিপক্ষ অতুল চন্দ্র, নিমাই চন্দ্র, মংলু চন্দ্র, শুটকু চন্দ্র ও শ্রীমতী সচি রানী ও অপর পক্ষ পরেশ চন্দ্রের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে অতুল চন্দ্র ও নিমাই চন্দ্র গংগের মারপিটে ৫ জন আহত হয়।
আহতদের মধ্যে পরেশ চন্দ্র, পবিত্র চন্দ্র ও পরেশের স্ত্রী নন্দিতা রানীকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তাদের মধ্যে গুরুত্বর আহত পরেশ চন্দ্র ও নন্দিতা রানীর অবস্থা আশংকাজনিত হওয়ায় তাদেরকে মেডিকেল টেস্টের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে প্রেরন করা হয়।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুজ্জামান বলেন, এ ধরনের তিনটি কেইস দুপুরে ভর্তি হয়েছে।আমারা তাদের চিকিৎসা দিচ্ছি।
উক্ত বিষয়টির বিষয়ে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী জানান, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রতিপক্ষের লোকজন বলেন,এতে আমাদের লোকজনেও আহত হয়েছে বলে জানান ।
Leave a Reply