মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় নিকটাত্মীয় যুবতীর সাথে প্রেম কিন্তু ঐ মেয়েকে ঘরে পুত্রবধূ হিসেবে তুলতে নারাজ আত্মহননকারী কলেজ পড়ুয়া ছাত্র এনামুলের পরিবারের লোকজনের।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের বাসিন্দা উক্ত প্রেমিকার বিয়ে হয়ে যায় অন্যত্র।।শোকে মূহ্যমান হয়ে পড়ে ফুলছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বর্তমানে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর সরকারতাড়ী গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের পুত্র এনামুল।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধারপর বাড়িতে কেউ না থাকায় শয়ন ঘরে এনামুল গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
রাতেই তার লাশ দাফনের জন্য ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের এনামুলের পুরাতন বাড়ি ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারীতে নিয়ে যাওয়া হয়।
সেখানে খোঁড়া হয় কবর, পরে পুলিশ বিষয়টি অবগত হলে সেখানে তার দাফনকাজ না করে আবারো গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর সরকারতাড়ী গ্রামে তার লাশ রাতেই আনা হয়।
খবর পেয়ে সদর থানার পুলিশ শনিবার (১৮ ফেব্রুয়ারি) লাশটি উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
Leave a Reply