মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার কূপতলায় রাজু মিয়া (২০) নামের এক অটোচালকের গলা কেটে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ই ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের উজির ধরনি বাড়ি পান্তা খাওয়া বিলের রাম প্রসাদ এলাকার রেল লাইনের ৬৫-এফ নম্বর ব্রিজের পাশ থেকে রাজু মিয়া নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
অটোচালক রাজু মিয়া সাদুল্ল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (চান্দের বাজার) গ্রামের শফিউল ইসলামের (ভুন্দু) ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।
অটোচালকের স্বজনদের রবাত দিয়ে ওসি জানান, শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজু মিয়া তার ইজিবাইকটি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যা ঘনিয়েও এলেও রাজু আর বাড়িতে ফেরে আসেনি।
পরে তার মোবাইলে কল দেওয়া হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা সদর উপজেলার কূপতলা ইউনিয়নের উজির ধরনি বাড়ি পান্তা খাওয়া বিলের রেললাইনের ব্রিজের পাশ থেকে রাজু মিয়ার গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা।
এখবর পেয়ে সদর থানার পুলিশ ওই স্থান থেকে ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশা পাশি হত্যাকারিদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply