মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

গরু চুরির মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল

গরু চুরির মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

গত সোমবার (৬ই ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল ইসলাম।

এ মামলার অন্য আসামিরা হলেন- মো. হাবুল সরদার, আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, মো. সাইদুল ইসলাম, মো. মোর্শেদ আলী। এছাড়া নাম ঠিকানা না পাওয়ায় পলাতক গরু চোর শহীদ ও ট্রাক চালকের অব্যাহতির আবেদন করা হয়েছে।

২০২২ সালের ৩০ অক্টোবর গরু চুরির ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। এ মামলায় ওই বছরের ২ নভেম্বর ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে বাবলী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন চোর ধামরাইয়ের মো. আব্দুল লতিফের গোয়ালঘর থেকে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করা হলে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেত্রী বাবলী জড়িত বলে জানায় তাঁরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions