সোমবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৬। এর আগে রোববার (৫ মার্চ) বিকেলে রুপসা থানাধীন পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাসুদেব রায় রুপসা থানাধীন পাথরঘাটা এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গত ২ মার্চ সকালে ভুক্তভোগী শিশুটি তার নিজবাড়ির উঠানে খেলা করছিল। তখন বাসুদেব ভুক্তভোগীকে খাবারের প্রলোভন দেখিয়ে মাছের ঘেরের পাশে থাকা ঘরে নিয়ে যৌন নির্যাতন করে। এ সময় শিশুটি চিৎকার করলে বাসুদেব তার মুখ চেপে ধরেন ও ঘটনার বিষয় কাউকে কিছু না বলার জন্য ভয় দেখান। পরে ভুক্তভোগী শিশু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
র্যাব-৬-এর অধিনায়ক লেফটন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রূপসা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ ছায়াতদন্তে নেমে বাসুদেবকে গ্রেপ্তার করে। তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply