শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ নিশাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে ২য় দিনে খুলনায় চিকিৎসকরা ধর্মঘট চলছে। আজ (বৃহস্পতিবার) ভোর ৬টায় এ ধর্মঘট শেষ হলেও আবার অনির্দিষ্টকালের জন্য বিএমএ কর্মবিরতির ঘোষনা দেয়।
ডাক্তারে উপর হামলাকারী এমসআই নাঈম গেস্খফতার না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের খুলনা জেলার সভাপতি ডাঃ বাহারুল আলম। এদিকে ডাক্তার নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে হট এ্যাপসে কু-প্রস্তাব দেয়ার অভিযোগ করেছে শিশু রোগী অথৈর মা নুসরাত আরা। নিজের ইজ্জত ও সন্তানকে বাচানোর দাবিও জানিয়েছেন তিনি।
এ ঘটনায় নুসরাত আরা বাদী হয়ে ডাঃ নিশাত আব্দুল্লাহ ও হক ক্লিনিকের মালিকের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা করেছে। আজ দুপুর ১টায় ডাঃ নিশাতের বিরুদ্ধে যৌন হয়রানীর প্রতিবাদে খুলনা প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলন করবে নুসরাত আরা। অন্যদিকে বিএমএ”র পক্ষ থেকে শিশু রোগী অথৈর মা নুসরাত আরা, তার বাবা নাঈমুল ইসলাম সহ অজ্ঞত আরো ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে।
ডাক্তারদের এই ধর্মঘটের ফলে সকাল থেকেই সরকারি হাসপাতালের বর্হিবিভাগ ও বেসরকারি হাসপাতালে রোগী দেখা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসকদের এই কর্মবিরতি চলছে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেকেই চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছাড়ছেন।
Leave a Reply