নিজস্ব প্রতিবেদক: খুলনায় ইটভাটায় রান্না করার কাজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ই ফেব্রুয়ারি) ভোরে নগরীর ফাতেমাবাগ এলাকায় চারজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
ওসি আরও বলেন, কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী থেকে গত রবিবার (১২ই ফেব্রুয়ারি) খুলনায় আসেন ওই নারী। তাকে নিয়ে আসেন ডালিম নামের এক ব্যক্তি। এরপর চারজন মিলে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন। সকালে ওই বাড়ি থেকে নারী পালিয়ে আসলে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ওসিসির ফোকাল পারসন ডা. অঞ্জন চক্রবর্তী বলেন, ভুক্তভোগীকে কিছু পরীক্ষা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার আরও কিছু পরীক্ষা করা হবে।
তিনি বলেন, হাসপাতালেও ওই নারী জানিয়েছেন তাকে চারজন মিলে ধর্ষণ করেছে। সে কারণে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
Leave a Reply