প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: সমুদ্রে অভিভাবকত্ব প্রতিষ্ঠার মাধ্যমে কোস্টগার্ডকে উপকূলীয় জনগণের ‘প্রকৃত বন্ধু’ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৩ই ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে কোস্টগার্ড সদর দফতরে ‘বাংলাদেশ কোস্টগার্ড’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্টগার্ড দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনেক অপকর্ম রুখে দিয়ে দেশের উপকূলীয় এলাকার নিরীহ, নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোয় বাংলাদেশ কোস্টগার্ডের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কোস্টগার্ডকে তথ্য প্রযুক্তির জ্ঞানসম্পন্ন একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনীতে রূপান্তরিত করতে তাঁর সরকার কাজ করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘আমরা আমাদের কোস্টগার্ডকে আধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞানসম্পন্ন একটি উন্নত ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে চাই।’
Leave a Reply