সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
রেলপথ উন্নয়নে মহাপরিকল্পনা, ঢেলে সাজানোর চেষ্টায়- নব নিযুক্ত রেলপথ সচিব লালপুরে পৃথক দূর্ঘটনায় শিশুসহ ২জনের মৃত্যু অস্তিত্ব নেই খালের! ১৬’শ বিঘা জমির ফসল হুমকির মুখে লালপুরে অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাই, পাগলপ্রায় চালক লালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক নি*হ*ত ঈশ্বরদীতে ২২ বছরের জমি সংক্রান্ত মামলায় রায় নৌবাহিনীর কমান্ডরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। ছাত্রজনতার অভ্যূত্থানের নতুন বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক –হাবিবুর রহমান হাবিব সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. মিজানুর রহমান ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়া পৌরসভার ইজারাকৃত বাজার জোরপূর্বক দখল।

কুষ্টিয়া পৌরসভার ইজারাকৃত বাজার জোরপূর্বক দখল।

কুষ্টিয়া পৌরসভার ইজারাকৃত বাজার জোরপূর্বক দখল।

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া মজমপুর বাসষ্ট্যান্ডের হাট জোর করে দখল নেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায় কুষ্টিয়া পৌরসভার স্মারক নং-কু পৌ-২০২৪/১৫৯০ (৬) মূলে ট্রাফিক পুলিশ অফিসের পশ্চিম দিকে সন্ধ্যাকালীন বাজার ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকায় ইজারা নেয় নাজিম উদ্দিন। ইজারা নিয়ে রবিউলকে দিয়ে যথারিতি খাজনা উত্তোলন করে আসছে নাজিম। কিন্তু হঠাৎ গত ১৫ই আগষ্ট ২০২৪ তারিখে রবিউল যথারিতি ইজারা তুলতে গেলে তাকে অজ্ঞাতনামা ২০/২৪ জন সন্ত্রাসী এসে হুমকি প্রদান করে। চিরতরে পঙ্গু সহ হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করে নাজিম উদ্দিন। এঘটনায়
ভুক্তভোগী নাজিম উদ্দিন কুষ্টিয়া মডেল থানায় জিডি করেছেন। জিডি নং:-১৮৯,তারিখ- ৩/৯/২০২৪। নাজিম উদ্দিনের আরও অভিযোগ করেন, খাজনা আদায়কারী রবিউল কে হুমকি দেওয়ার দুদিন পরে আমি গত ১৮ই আগষ্ট ২০২৪ তারিখে রবিউলকে নিয়ে পুনরায় খাজনা আদায় করতে গেলে পূর্ব মজমপুরের মৃত আবুল হোসেন মালিথার ছেলে আলতাফ মালিথার নির্দেশে অজ্ঞাত ১০-১৫ জন সন্ত্রাসীরা আমার সাথে ও আমার খাজনা আদায়কারী রবিউল ইসলাম এর সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে কিল ঘুসি লাথি মারতে থাকে এবং বাজার হতে বের করে দেয়। আমি ভবিষ্যতে ইজারা আদায় করতে গেলে আমাকে প্রাণ নাসের হুমকি প্রদান করে। আমি এখন ভিত ও সঙ্কিত। অবস্থায় আছি যে কোন সময় আমার উপর আবারো হামলা হতে পারে। আমি তো যথাযথ আইন মেনে টেন্ডারের মাধ্যমে ইজারা নিয়েছি। আমি কুষ্টিয়ার জেলা প্রশাসক কুষ্টিয়া পৌরসভার প্রশাষক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর সুদৃষ্টি কমনা করছি। এবিষয়ে আলতাফ মালিথার সাতে যোগাযোগ করা হলে তিনি বলেন,এটি আমার খতিয়ান (১৬০০) ভুক্ত জায়গা। এসপি বরাবর আমার দরখাস্ত দেওয়া আছে আর ওরা দরখাস্ত করছে আর্মি বরাবর। আর আর্মি আমাকে ডেকেছিল আমি সব কাগজ দেখালে ওদেরকে নিষেধ করে দিয়েছে।

এবিষয়ে কুষ্টিয়া পৌরসভার প্রশাসক শারমিন আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কাছে এ ধরণের কোন অভিযোগ নিয়ে এখন পর্যন্ত কেউ আসেনি। যদি কেউ অভিযোগ নিয়ে আসেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions