নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় এক ছাত্রীকে উত্যক্তের ঘটনায় সৃষ্ট দ্বন্দ্বে ছুরিকাঘাতে গুরুতর আহত সুলতান উল লিংকন (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৮ই ফেব্রুয়ারি) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। তিনি দর্জির কাজ করতেন।
স্থানীয়সূত্রে জানা যায়, ছাত্রীকে উত্যক্তের ঘটনায় মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকার মোশাররফপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে সুলতান উল লিংকন নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। নিহত সুলতান মোশাররফপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
অভিযোগ রয়েছে সুলতান দীর্ঘদিন ধরে একই এলাকার এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে সুলতানকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর জখম হন। তবে হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত শাহীন পলাতক রয়েছেন। তিনি সম্পর্কে ওই ছাত্রীর চাচা এবং সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৭জনের নামে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন।
Leave a Reply