মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

কিস্তির টাকা চাওয়ায় এনজিওকর্মীকে হত্যা, গ্রেফতার হয়নি খুনি

কিস্তির টাকা চাওয়ায় এনজিওকর্মীকে হত্যা, গ্রেফতার হয়নি খুনি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিওকর্মী চম্পা চাকমাকে হত্যার প্রতিবাদে ও খুনিকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) সকালে জেলা প্রশাসনের প্রবেশ পথে এনজিও সংস্থা পদক্ষেপ ও রাঙামাটি সচেতন রাঙামাটিবাসীর ব্যানারে এই মানবববন্ধন করা হয়।

মানবনবন্ধনে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিশান বখতেয়ার, তবলছড়ি মহিলা পদক্ষেপ ব্রাঞ্চের ম্যানেজার মোছা. রাশেদা, রাঙামাটি সদরের পদক্ষেপ ম্যানেজার মো. হাসান আলীসহ বিভিন্ন স্তরের জনসাধারণ।

মানবনবন্ধনে বক্তারা বলেন, রবিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ধামাইরহাট এইচ এ প্লাজা থেকে অফিসের কাজ শেষ করে বাসায় যাচ্ছিলেন চম্পাসহ তার অন্য এক সহকর্মী। কিস্তির টাকা চাওয়ার জেরে আসামি এনামুল হকের সঙ্গে চম্পার বাগবিতণ্ডা হলে এক পর্যায়ে ছুরি দিয়ে তার শ্বাসনালী বরাবর আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান। এত দিনের চম্পার খুনিদের পুলিশ ধরতে না পারায় হতাশ তার পরিবার। নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া আইনের কাজ। দ্রুত এনজিও সংস্থা পদক্ষেপ-এর হোসেনাবাদ ব্রাঞ্চের সহকারী ম্যানেজার চম্পা চাকমার হত্যাকারী এনামুল হককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এই ঘটনায় চম্পার বোনের স্বামী সোহেল চাকমা বাদী হয়ে এনামুল হককে আসামি করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনও আসামিকে গ্রেফতার পারেনি পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions