শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে চরের জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪ গাইবান্ধা চেয়ারম্যান বরখাস্ত বাগাতিপাড়ায় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন “ যৌথ বাহিনীর অভিযানে মাদক ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সদস্যকে গ্রেফতার দ্বীনি দাওয়াতের মাধ্যমে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহভীরু নেতৃত্বের প্রয়োজন–অধ্যাপক মাজেদুর রহমান লালপুর থানা থেকে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার আওয়ামীলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত আটক- ৩ বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারকে মারধর, আটক ২ বিএনপি ক্ষমতায় গেলে কৃষি সরঞ্জামের দাম কমানো হবে: হাবিবুর রহমান হাবিব
কবি ডা. আব্দুল হালিম মাস্টারের রুহের মাগফিরাত কামনায় মিলাদ অনুষ্ঠিত

কবি ডা. আব্দুল হালিম মাস্টারের রুহের মাগফিরাত কামনায় মিলাদ অনুষ্ঠিত

এস এম মনি সরকার: পাবনা জেলার বিশিষ্ট কবি-লেখক ও হালিমপুর হিড়িন্দা হাট বাজার, হিড়িন্দা দাখিল মাদ্রাসা, হিড়িন্দা বাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম কবি ডা. আব্দুল হালিম মাস্টার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় হালিমপুর(হিড়িন্দা) বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মিলাদের ব্যবস্থা করা হয় আজ মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি) বাদ আসর হিড়িন্দা বাজার জামে মসজিদে।

মিলাদ মাহফিলে মরহুম ডাঃ আব্দুল হালিম মাস্টারের জীবনের উল্লেখ যোগ্য জনকল্যান মুখী কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। যে গুলো সাদকাতুল জারিয়ায়ে পর্যবসিত হবে ইনশাআল্লাহ।

কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার হিড়িন্দা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা কালীন সময় থেকে সুদীর্ঘ ১৭ বছর বিনা বেতনে শিক্ষাকতা করেন।

হালিমপুর হাট (হিড়িন্দা) বাজার প্রতিষ্ঠা কালীন সময়ে ১৯৮০সাল থেকে তাঁর আর্থিক পৃষ্ঠপোষকতায় আন্তরিক সদিচ্ছা, লালিত স্বপ্নের সিঁড়ি বেয়ে উপরে উঠাতে এলাকার সার্বিক শ্রেনী পেশার মানুষের সহযোগিতা নিয়ে হিড়িন্দা বাজার কে সুপ্রতিষ্ঠিত করেন।

তাঁর স্বপ্নের বাস্তবায়ন পুরোপুরি এখনো সফল হয়নি!
এলাকার সকল মানুষের মাঝে সম্প্রীতি সোহাদ্য বজায় ও সুপ্রতিষ্ঠিত হয়নি!

মরহুম কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সকল মুসল্লী অশ্রুসিক্ত হয়ে যান। সকলেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও জান্নাতুল ফেরদাউস নসীব করার বাসনায় প্রাণ খুলে দোওয়া করেন।

উল্লেখ্য কবি ডা. আব্দুল হালিম মাস্টার গত ৩১শে ডিসেম্বর, ২০২২ খ্রি. পাবনার মরমী কবি অ্যাডভোকেট আজিজুল হক স্যারের রাধানগরস্থ কবি বাগে বাংলাদেশ কবিতা সংসদ কর্তৃক আয়োজিত কবি আজিজুল হক স্যারের ৭৫তম জন্ম জয়ন্তী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২২ চলাকালীন সময়ে বিকেল ৩:৩০ এ হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions